বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে শেরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে বর্নিল আয়োজনে বর্ষ বরণ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পাশাপাশি ছিলো বাঙালিয়ানায় ভরপুর পান্তা-ইলিশ উৎসব এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবে বিকেল ৪ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, কাউন্সিলর স্যেমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, ভবের হাট লালন চর্চা কেন্দ্র, উত্তেরণ সাংস্কৃতিক একাডেমী, সরমালিকা সংগীত নিকেতন, নৃত্যাঞ্জলী আর্টস একাডেমী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, সহ সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, কোষাধক্ষ বাদশা আলম, দপ্তর সম্পাদক বীমান মৈত্রেয়, সাহিত্য বিষয়ক সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, কার্যনির্বাহী সদস্য সাধাওয়াত হোসেন জুম্মা, নাজমুল হুদা নয়ন সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বর্ষ বরণের এই বর্নিল আয়োজনকে ঘিরে সারাদিন জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে প্রেসক্লাব চত্বরে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন