ঈশ্বরদীর লক্ষীকুন্ডায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতের নাম জিপু সরদার (২৯)। অভিযুক্ত বড় ভাই মনিরুল সরদার (৩৮)। তারা উভয়ে স্থানীয় বাসিন্দা রিকাত সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের রিকাত সরদারের বড় ছেলে মনিরুল সরদার ও ছোট ছেলে জিপু সরদারের মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ, হাতাহাতি হতো।
এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড বাকবিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই মনিরুল লোহার রড দিয়ে ছোট ভাই দিপুর মাথায় আঘাত করে। দিপুও এ সময় তার হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কোপ দিলে তার দুই হাত কেটে যায়।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই পরিবারের লোকজন অ্যাম্বুলেন্স করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঘার সন্নিকটে পৌঁছালে ছোট ভাই দিপু মৃত্যু বরণ করে। এসময় উল্লেখিত স্থান থেকে আহত বড় ভাই মনিরুলকে সিএনজি ভাড়া করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং নিহত ছোট ভাই দিপুর লাশ অ্যাম্বুলেন্স করে লক্ষীকুন্ডার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ অফিসার ও ফোর্স পাঠিয়েছি। এ বিষয়ে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন