ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মিরাজ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মিরাজ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজন হলো তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মানাবে পার্কের সামনে সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু। তাদের মধ্যে রাকিব মোটরসাইকেল চালাচ্ছিল আর মিরাজ ও সাকিব পেছনে ছিল। মোটরসাইকেলটি বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নেওয়ার সময় কুমিল্লাগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ৮টার দিকে মারা যায় মিরাজ। নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে আমাদের হাসপাতালে আনা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকেই ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। আমরা ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন