বুধবার, ০৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:২০ পিএম

‘তৃণমূল নেতৃত্ব তৈরি করছে ভিডিপির নতুন কোর্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:২০ পিএম

‘তৃণমূল নেতৃত্ব তৈরি করছে ভিডিপির নতুন কোর্স’

ছবি- সংগৃহীত

নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ (১ম)’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় নরসিংদী জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র এবং দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক অংশগ্রহণকারী ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মহাপরিচালক বলেন, ভিডিপি অ্যাডভান্সড কোর্সের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা এবং সদস্যদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা।

তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মহাপরিচালক বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ নামক এই নতুন প্রশিক্ষণ মডিউলের তাৎপর্য তুলে ধরেন।

তিনি আরও উল্লেখ করেন, ভিডিপির প্রচলিত প্রশিক্ষণ কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রসারিত মডিউলে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’, ‘উদ্যোক্তা উন্নয়ন কৌশল’, ‘তরুণ নেতৃত্ব বিকাশ’ এবং ‘সাইবার অপরাধ প্রতিরোধ’-সহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া তিনি বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ ও সদস্য কল্যাণে গৃহীত ‘সঞ্জীবনী’ কর্মসূচির কথা তুলে ধরেন। যেটি প্রাথমিকভাবে দেশের ১১৬টি উপজেলায় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পাইলটিং পদ্ধতিতে চালু করার প্রক্রিয়াধীন।

এ কর্মসূচির আওতায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের সম্পৃক্ততার সুযোগ থাকায় এটি একটি যুগান্তকারী কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ১৬২ জন ভিডিপি সদস্য মহাপরিচালকের নিকট থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।

একই সঙ্গে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সদস্যদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, বিএএমএস, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তা ও কর্মচারীরা।

Link copied!