বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:৪৩ পিএম

ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:৪৩ পিএম

ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

নিহত মোস্তফা মিয়া (৩৫)  উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের নারীদের মধ্যে ঝগড়ায় হয়। পরে এ ঝগড়ায় বাড়ির পুরুষরাও যুক্ত হন।

একপর্যায়ে উভয় পক্ষ দা-বটি অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। আলাউদ্দিন ও তার ভাই রুবেল প্রতিবেশী মোস্তফা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে তিনি গুরুতর জখম হন।

পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা বেগতিক দেখে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথেই এ্যাম্বুলেন্সে তার মৃত্যুহয়।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল ও আলাউদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!