গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া গ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে শাপলা বিলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন গণমাধ্যমকে বলেন, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আপনার মতামত লিখুন :