ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

হারানো পাখি খুঁজে পেতে ৩ হাজার টাকা পুরস্কার ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৪:২৯ পিএম
হারিয়ে যাওয়া লিও (বাজ্রিগার পাখি) ও হারানো বিজ্ঞপ্তি। ছবি-রূপালী বাংলাদেশ

লিও নামের একটি বাজরিগার প্রজাতির বাচ্চা পাখি হারিয়ে গেছে। পাখিটির গায়ের রঙ সাদা, নীল ও কালো।

কেউ পাখিটির সন্ধান দিতে পারলে তাকে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন অফিস, বাড়ি ও সড়কের পাশের দেয়ালে এমন বিজ্ঞপ্তি সাঁটানো হয়েছে।

পাখিটির মালিক রিয়াদ হাসান। তিনি উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা। অস্ট্রেলিয়ার বাজরিগার জাতের দুটি বাচ্চা তিনি ঢাকা থেকে কিনে বাড়িতে পোষা শুরু করেন। এর একটির নাম দিয়েছেন লিও, অপরটির নাম কোকো। এদের বয়স প্রায় ৪ মাস।

লিও’র সঙ্গে কোকোর বেশ ভাব। দু’জনে রিয়াদ হাসানের ছাদে গিয়ে খেলা করে এবং বাড়ির লোকজনের সঙ্গে সঙ্গে উড়ে বেড়ায়। এদের মধ্যে লিও নামের বাচ্চা বাজরিগার পাখিটি গত ১০ এপ্রিল ছাদ থেকে হারিয়ে যায়।

লিও হারিয়ে যাওয়ার পর কোকো সবসময় বিমর্ষ হয়ে থাকে। গোটা বাড়ি ও ছাদে খুঁজে বেড়ায় সঙ্গীকে। এরই মধ্যে কোকো অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে বাড়ির লোকজনেরও দুশ্চিন্তার শেষ নেই। 

রিয়াদ হাসান জানান, প্রায় ১ মাস ধরে লিওকে ফিরে পাওয়ার জন্য তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু পাননি। অবশেষে তার পাখির ছবি দিয়ে পোস্টার সাঁটিয়ে ৩ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

রিয়ান বলেন, পাখিটি ফিরে পাওয়া আমার ও পরিবারের জন্য খুবই প্রয়োজন। লিও’র সঙ্গী কোকোকে বাঁচাতে পাখিটিকে পাওয়া অত্যন্ত জরুরি।
 
তিনি বলেন, লিওকে কেউ খুঁজে দিলে সঙ্গে সঙ্গে তিনি পুরস্কারের টাকা দিয়ে দেব। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।

উলেখ্য, বাজরিগার প্রজাতির পাখি অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলসহ সমগ্র বনাঞ্চলে দেখা যায়।