নরসিংদীতে অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ (২০) নামে এক যুবককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারীরা।
বুধবার (৭ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুভ নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ মে সকালে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন শুভ। রাতে বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুজি করে। পরদিন অপহরণকারীরা তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শুভকে নির্যাতন করে হত্যার করে। পরে নরসিংদী-মদনপুর সড়কে মরদেহ ফেলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের মরদেহ শনাক্ত করেন।
নরসিংদী থানার ওসি এমদাদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে। এ ছাড়া হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন