ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযান চলাকালে শাহজাহান আলী (৪৮) নামে এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আসামি শাহজাহানকে আটক করে।
এ সময় আশপাশ থেকে একদল দুর্বৃত্ত এসে পুলিশের ওপর চড়াও হয় এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালানো হলেও আসামি শাহজাহানকে আটক করা সম্ভব হয়নি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার খান বলেন, ঘটনার সময় পুলিশের জনবল কম থাকায় দুর্বৃত্তরা সুযোগ নেয়। তবে পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ব্যবসা, প্রতারণা ও নানা অপরাধের অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :