চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে ছোটদারগারো হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন (৬৫) বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার সময় উপজেলার ছোটদারগারো হাটবাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় মহাসড়কের পশ্চিম থেকে পূর্ব পাশে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে আবুল হোসেনসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুই ব্যক্তি চিকিৎসাধীন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।