সাতক্ষীরায় কলেজছাত্রীকে অপহরণের পরে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় আশাশুনি উপজেলার মৌলভী আব্দুল লতিফ কলেজের মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনে মৌলভী আব্দুল লতিফ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন জানান, তার এক সহপাঠীকে আনুলিয়া গ্রামের মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ এপ্রিল কলেজে যাওয়ার পথে অপহরণ করে এবং রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি।
একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মেরিনা খাতুন বলেন, ‘আমাদের সহপাঠী বান্ধবীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমরা মানববন্ধন থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর যেন এমন ঘটনা কোনো ছাত্রীর সঙ্গে না ঘটে।’
মৌলভী আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র মন্ডল বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে ধর্ষকরা প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেপ্তার করেনি। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
ভুক্তভোগী কলেজছাত্রীর পিতা বলেন, ‘কলেজে যাওয়ার পথে আনুলিয়া গ্রামের দুই লম্পট জোরপূর্বক আমার মেয়েকে মাইক্রোযোগে উঠিয়ে নিয়ে যায়। শারীরিক নির্যাতন চালায়। আমি ওই দুই ধর্ষকের বিরুদ্ধে কোর্টে মামলা করি। বর্তমানে মামলাটি আশাশুনি থানার ওসি তদন্তের নির্দেশ দিয়েছেন। তারা আমাদের দেশছাড়া করার হুমকি দিচ্ছে।’
মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম বলেন, ‘আমার কলেজের একটি মেয়ের সঙ্গে কয়েকদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আজকে এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। আমরা কলেজের পক্ষ থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন বলেন, ‘কলেজছাত্রী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কোর্টে মামলা হয়েছে। কোর্ট মামলাটি থানাকে নির্দেশ দিলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
মানববন্ধন কর্মসূচিতে প্রভাষক দীপ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন একাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন, মেরিনা সুলতানা ও পুষ্পা সুলতানা প্রমুখ।