ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

যৌনতার ভিডিও ধারণের অভিযোগে ফেঁসে যাচ্ছেন রিয়ালের ডিফেন্ডার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:০২ পিএম
রাউল আসেনসিও। ছবি- সংগৃহীত

স্পেনের কানারি দ্বীপপুঞ্জের হাইকোর্ট রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিও এবং ক্লাবটির বয়সভিত্তিক দলের সাবেক তিন খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন হয়রানির ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। 

অভিযোগ উঠেছে, এই চারজন মিলে এক নারী ও এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের যৌনতার ভিডিও ধারণ করে তাঁদের অনুমতি ছাড়াই সেটি ছড়িয়ে দিয়েছেন।

ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, রিয়ালের বয়সভিত্তিক দলের আসেনসিওর তিন প্রাক্তন সতীর্থ আন্দ্রেস গার্সিয়া, ফেরান রুইজ ও হুয়ান রদ্রিগেজ ওই নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়ের আপত্তিকর ভিডিও ধারণ করেন। আসেনসিও নাকি সেই ভিডিও তাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। ঘটনাটি ২০২৩ সালের জুন মাসে ঘটে।

তদন্ত শেষে আদালত মনে করছেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, বাদীর অজান্তে বা অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে ভিডিও বিতরণ, পর্নোগ্রাফির উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্ককে প্রলুব্ধ করা।

এবং শিশু পর্নোগ্রাফি নিজের কাছে রাখার মতো অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে আসেনসিও, গার্সিয়া, রুইজ ও রদ্রিগেজের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে এই চার খেলোয়াড়কে গ্রেপ্তার করে পুলিশ তাদের ফোন বাজেয়াপ্ত করেছিল। সে সময় রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছিল যে, ‘ব্যক্তিগত ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করার’ প্রমাণ পাওয়া গেছে। 

পুলিশ জানিয়েছে, কানারি দ্বীপপুঞ্জে ১৬ বছর বয়সী এক মেয়ের মা অনুমতিবিহীন ভিডিও ধারণের অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় নিজের ভূমিকা নিয়ে পুলিশের তদন্ত বন্ধের জন্য আবেদন করেছিলেন আসেনসিও।

২২ বছর বয়সী এই ফুটবলার যৌনতার ভিডিও ছড়িয়েছিলেন কিনা, এই বিষয়ে আদালতের শুরু হওয়া তদন্ত বন্ধের জন্য তার আইনজীবী আবেদন করেছিলেন।

তবে বিচারক সেই আবেদন খারিজ করে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এদিকে, চলতি মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত খেলছেন এবং গতকাল রাতে লা লিগায় মায়োর্কার বিপক্ষে দলের ২-১ গোলের জয়েও শুরুর একাদশে ছিলেন।