লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জিহাদ হোসেন ও নাজিম হোসেন নামে দুই শিশু মারা গেছে। তারা আপন খালাতো ভাই। তাদের বয়স ৩ বছর।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।
নিহত নাজিম বাঞ্চানগর এলাকার মহিন হোসেনের ছেলে ও জিহাদ রায়পুরের মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ বাঞ্চানগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার আগে নাজিম ও জিহাদ উঠানে খেলাধুলা করছিল। সবার অগোচরে তারা পুকুরের পানিতে ডুবে যায়। তাদের উঠানে না দেখে সবাই খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও পাচ্ছিলেন না। একপর্যায়ে দু’জনের দেহ পানিতে ভেসে ওঠে। তাৎক্ষণিক উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, ‘জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদের বয়স একই। তারা একসঙ্গে খেলাধুলা করছিল। এর মধ্যেই তারা পানিতে ডুবে মারা গেছে। তাদের মায়ের কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না।’
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুরা মারা গেছে। পরে তাদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।’
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, ‘ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজখবর নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :