চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ‘স্থলবন্দরের সম্প্রসারণ বিষয়ে বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে।’
নৌ উপদেষ্টা বলেন, ‘সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরোনো এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহারকারীরা এর পরিধি বাড়ানো এবং একটি লিংক রোড স্থাপনের দাবি জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে একটি উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব তৈরির জন্য বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বন্দরের পাশে কিছু খাস জমি রয়েছে, এছাড়াও কিছু ব্যক্তি মালিকানাধীন জমি আছে, যা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হতে পারে। বিশ্বব্যাংকের সহায়তায় পূর্বে যেসব বন্দর উন্নয়ন করা হয়েছে ভবিষ্যতে যদি নতুন প্রকল্প হাতে নেওয়া হয় তাহলে সোনামসজিদ বন্দরের সম্প্রসারণে সুবিধা হবে।’
এ সময় তিনি বলেন, ‘আমদানি-রপ্তানি পণ্যের চলাচল সহজ করতে একটি লিংক রোড স্থাপনের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন