ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

হালখাতা খেতে এসে নিখোঁজ রিমি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১০:১৩ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে রিমি খাতুন নামে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল তিনটার দিকে উপজেলার পিপরুল গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে। সারারাতেও খোঁজ পাওয়া জায়নি।

শুক্রবার (১৬ মে) সকালেও চলছে উদ্ধার অভিযান।

হালখাতা উপলক্ষে রিমি তার নিজ বাড়ি বাসুদেবপুর থেকে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটে। নিখোঁজ রিমি খাতুন বাসুদেবপুর এলাকার রবিউল ইসলাম এর মেয়ে। 

স্থানীয় এলাকাবাসী মো. পাভেল শেখ, জুয়েল রানা, সজল আহম্মেদ, অশিৎ কুমার বলেন, বৃহস্পতিবার পিপরুল গ্রামের সাইফুল ইসলাম ছয়ফরের বাড়িতে হালখাতা অনুষ্ঠান চলছিল। রিমি এই হালখাতা উপলক্ষে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে অন্যদের সঙ্গে বাড়ির পাশে বারনই নদীতে গোসলে নামে রিমি। এরপর সে স্রোতে ভেসে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন খোঁজ করে না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে ডুবুরি নামিয়ে নদীতে নেমে খোঁজ শুরু করে।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে ডুবুরি আনা হয়েছে। আমরা অনুসন্ধান চালাচ্ছি। এখনো রিমির সন্ধান পাওয়া যায়নি। আমাদের সঙ্গে রাজশাহী থেকে ডুবুরি দল যুক্ত হয়েছে।