ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

আইপিএলে ক্রিকেটারের সংকট, ৩ দলের জার্সিতে নতুন বিদেশি মুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৩:০৩ পিএম
ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ার পর নিজ দেশে ফেরত চলে গেছেন বিদেশি ক্রিকেটারদের অনেকেই। নতুন করে আবার আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে স্থগিত হওয়া আইপিএল। নতুন সূচিতে অনেক বিদেশি ক্রিকেটার না ফেরায় আবার বিদেশি ক্রিকেটার কেনা লাগছে দলগুলোর।

আগামীকাল থেকে ফের মাঠে গড়াবে আইপিএলের বাকি ১৬টি ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে এই টুর্নামেন্ট।

এর আগে, তিনটি ফ্র্যাঞ্চাইজি তাদের পুরনো তিনজন বিদেশি ক্রিকেটারের পরিবর্তে নতুন তিনজনকে দলে অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

পাঞ্জাব কিংস নিলামে নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসনকে দলে নিলেও, তিনি প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়ার আগে ৪ ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট এবং ইকোনমি রেট ছিল ৯.১৭।

তার স্থলাভিষিক্ত হয়েছেন আরেক কিউই পেসার কাইল জেমিসন, যিনি ২ কোটি রুপিতে পাঞ্জাবের জার্সি গায়ে চাপাবেন। এর আগে ২০২১ সালে বেঙ্গালুরুর হয়ে ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন জেমিসন, যেখানে তার ইকোনমি ছিল ৯.৬০।

এবারের আইপিএলের শুরুতে দল না পাওয়ায় তিনি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুটি ম্যাচ খেলেন।

অন্যদিকে, গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ ব্যাটার জস বাটলার জাতীয় দলের কারণে ২৬ মে’র পর আর দলের সঙ্গে থাকতে পারবেন না। এই ইংলিশ তারকার বিকল্প হিসেবে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট। 

এর আগে এই ডানহাতি লঙ্কান ব্যাটার আইপিএলে খেলার সুযোগ পাননি। চলমান আইপিএলে বাটলার ১১ ম্যাচে ৭১.৪২ গড়ে এবং ১৬৩.৯৩ স্ট্রাইকরেটে ৫০০ রান করেছেন এবং সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখনও পঞ্চম স্থানে রয়েছেন।

লখনৌ সুপার জায়ান্টস তাদের তরুণ পেসার মায়াঙ্ক যাদবকে পুরো টুর্নামেন্টের জন্য হারিয়েছে। পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন এই ২২ বছর বয়সী ক্রিকেটার।

তার পরিবর্তে লখনৌ দলে নিয়েছে নিউজিল্যান্ডের ২৩ বছর বয়সী পেসার উইলিয়াম ও’রুর্ককে, যিনি ৩ কোটি রুপিতে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পেলেন।