শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আরও এক নতুন মুখ। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার টিম বুনকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে এক মাসের চুক্তিতে এই ইংলিশ কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে।
টিম বুন ইতিমধ্যেই ৮ মে থেকে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন। যদিও তিনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি, তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল বেশ উজ্জ্বল।
ডানহাতি ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও পারদর্শী এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪৮ ম্যাচে ১১ হাজার ৮২১ রান এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭৩ ম্যাচে ৩৬০২ রান করেছেন।
জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ না পেলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বুনের। ২০০৫ সালে ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাশেজ জয়ী দলের কোচ ডানকান ফ্লেচারের অধীনে তিনি অ্যানালিস্টের ভূমিকা পালন করেছিলেন।
এছাড়াও, তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল এবং লেস্টারশায়ারের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন। এবার শ্রীলঙ্কা ক্রিকেটের উন্নতির জন্য নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত এই ইংলিশ কোচ।
এক মাসের এই স্বল্পমেয়াদী চুক্তিতে টিম বুন কেবল জাতীয় দলের সঙ্গেই নয়, শ্রীলঙ্কা জাতীয় নারী দল, ‘এ’ দল, ইমার্জিং দল এবং অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটারদের ব্যাটিং টেকনিক ও ট্যাকটিক্সের উন্নয়নেও কাজ করবেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বুনের প্রধান লক্ষ্য থাকবে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল সেশনের মাধ্যমে ক্রিকেটারদের সামগ্রিক ব্যাটিং এবং ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি ঘটানো।