জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগামী নির্বাচনে শুধু প্রতীকের দিকে তাকিয়ে নয়, যোগ্য নেতৃত্ব বিবেচনায় রেখে ভোট দিতে হবে। যদি দেখা যায় এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব আসেনি, তাহলে আমাদের ভোট দেওয়ারও প্রয়োজন নেই।’
মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘নেতা কেমন হবে, তা নির্ভর করছে জনগণের সচেতনতার ওপর। আমরা যদি নিজেরাই দুর্নীতিতে লিপ্ত না হই, তাহলে আমাদের নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। কিন্তু যদি আবারও টাকা নিয়ে ভোট বিক্রি করি, তাহলে পরবর্তী পাঁচ বছর নিপীড়নের শিকার হতে হবে। সে জন্য আগে নিজেদের সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, দুর্নীতিবিরোধী অভিযান শুরু হোক নিজের পরিবার থেকে। আমাদের জিজ্ঞেস করতে হবে আমার বাবার ইনকাম কি স্বচ্ছ? বাবার বেতন ৪০ হাজার টাকা, বাসাভাড়া ২৫ হাজার, কিন্তু আমাকে দেড় লাখ টাকার আইফোন কিনে দিচ্ছেন এই বাস্তবতা মেনে নেওয়া যায় না। এই প্রশ্ন করার সাহস না থাকলে শিক্ষার আসল মান অর্জিত হচ্ছে না।’
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ ও কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন