সাতক্ষীরার তালা উপজেলায় গরু ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকসেদ আলী শেখ ওই গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মোকসেদ আলী নিজ জমিতে ধান ঝাড়ার সময় তার চাচাতো বোন রূপবানের গরু ধানক্ষেতে ঢুকে পড়ে ও ধান খেয়ে নেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রূপবান (৫৫), তার ছেলে আক্তারুল শেখ (৩৫), পুত্রবধূ সুমি বেগমসহ (২৮) আরও কয়েকজন মিলে মোকসেদ আলীকে বেধড়ক মারধর করে। হামলার একপর্যায়ে তাকে ইট দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় তার স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে আহত করে।
খবর পেয়ে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন