নিম্নচাপের প্রভাবে সাগরে সৃষ্ট ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে গেছে চারটি নৌযান। বৃহস্পতিবার (২৯ মে) রাতে চট্টগ্রাম জেলার পতেঙ্গা ও আনোয়ারা উপকূলের দুটি এলাকায় এসব নৌযান আটকা পড়ে।
চট্টগ্রাম বন্দর জলসীমার আওতাধীন আনোয়ারা উপজেলার উপকূলে দুটি নৌযান আটকে যায়। জাহাজ দুটি হলো- মারমেইড–৩ (একটি বার্জ) এবং নাভিমার–৩ (একটি টাগবোটের সাহায্যে চলাচলকারী কয়লাবাহী লাইটার জাহাজ)। প্রবল জোয়ার ও ঢেউয়ের তোড়ে এগুলো নিয়ন্ত্রণ হারিয়ে চরে উঠে যায়।
অন্যদিকে, একই রাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় আরও দুটি লাইটার জাহাজ আটকে পড়ে। এগুলো হলো- এমভি আল–হেরেম ও বিএলপিজি সুফিয়া।
এ বিষয়েঢ স্থানীয়রা বলেন, অতীতেও এ ধরনের ঘটনায় সাগরের উত্তাল ঢেউয়ের প্রভাবে উপকূলে জাহাজ আটকে পড়েছে। এবারে নিম্নচাপের কারণে সমুদ্র ছিল অস্বাভাবিক রূপে উত্তাল।
আনোয়ারা উপজেলার অধিবাসী ও ব্যাংক কর্মকর্তা আজাদ মঈনুদ্দীন বলেন, ‘বৃষ্টির মধ্যে জাহাজ আটকে যাওয়ার খবর শুনে দেখতে এসেছি। এই উপকূলে আগেও এমন ঘটনা ঘটেছে।’
উল্লেখ্য, এর আগের দিন আনোয়ারার উঠান মাঝির ঘাট এলাকায় নাভিমার–৩ জাহাজটি চরে আটকে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ নেয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন