চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত একটি গুরুত্বপূর্ণ বাঁধ মেরামতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৩০ মে) দুপুরে অতিবৃষ্টিতে বাঁধটি আংশিক ভেঙে পড়ে প্লাবনের আশঙ্কা দেখা দেয়। খবর পাওয়ার পরপরই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাঁধ মেরামতের কাজ শুরু করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ারা সেনা ক্যাম্প থেকে একটি দল পাঠানো হয়। তারা স্থানীয় জনগণের সঙ্গে মিলে দ্রুত মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
আইএসপিআরের পক্ষ থেকে আরও জানানো হয়, ‘প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো মানবিক সহায়তার প্রয়োজন হলে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বাঁধ ভেঙে গেলে পুরো এলাকা পানিতে তলিয়ে যেত। সেনাবাহিনী দ্রুত এসে আমাদের সঙ্গে কাজ করায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন