পবিত্র ঈদুল আজহা আর মাত্র দুদিন পর। ঈদযাত্রা ঘনিয়ে আসায় উত্তরবঙ্গগামী মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে।
বৃহস্পতিবার (৫ জুন) সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে গাড়ির চাপ কয়েকগুণ বেড়ে গেছে। তবে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে এখনো তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের ২২ জেলার প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ উপলক্ষ্যে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৪৯টিতে। এ সময় সেতু কর্তৃপক্ষ ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় করেছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে।’
মহাসড়ক ঘুরে দেখা যায়, মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও র্যাবের যৌথ টহল মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা ওসি আব্দুর রউফ সকাল ৮টায় গণমাধ্যধকে বলেন, ‘সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ ব্যাপক বেড়েছে। তবে কোথাও কোনো যানজট নেই।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন