কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী চাপ বেড়েছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর নৌপথে। বিশেষ করে ঢাকা-রাঙ্গাবালী নৌরুট এবং অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে প্রতিদিনই।
তাই যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঘাটগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্টের সদস্যরা।
ঘাট ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, যাত্রী হয়রানি কিংবা মলম পার্টির প্রতারণা ঠেকাতে ঘাট এলাকায় নিয়মিত মনিটরিং করছেন তারা । বিশেষ নজর দেওয়া হচ্ছে লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন যেন না হয়-সে বিষয়ে।
ঈদের আগে ও পরে কয়েকদিন এভাবেই যাত্রীচাপ থাকবে। এজন্য ঘাটগুলোকে রাখা হয়েছে বিশেষ নজরদারির আওতায়।
নদীভিত্তিক যোগাযোগ নির্ভর এই উপজেলায় ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
শুধু ঈদের আগের যাত্রা নয়, ঈদের পরে ঘরমুখো মানুষদের ফেরার পথেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন