মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে বিক্রির জন্য প্রস্তুত করা ২০০ মরা মুরগি জব্দ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ জুন) দুপুরে মাগুরা পৌরসভার স্যানিটারি বিভাগের অভিযানে এই মুরগিগুলো জব্দ করা হয়।
মাগুরা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে নতুন বাজার এলাকায় গেলে দেখা যায়, মুরগি ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার এক কর্মচারী প্রায় ২০০ মরা মুরগি বিক্রির জন্য প্রস্তুত করছেন। বিষয়টি জানতে চাইলে ব্যবসায়ী আলমগীর তার ওপর চড়াও হন। তিনি বলেন, ‘আমি একা থাকায় আলমগীর উত্তেজিত হয়ে পড়েন এবং আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’
তিনি আরও বলেন, ‘আমার সহকর্মী রিয়াজুল হোসেনকে পুরাতন বাজারে আনতে গেলে সেই সুযোগে আলমগীর তার দোকান থেকে শতাধিক মরা মুরগি সরিয়ে ফেলেন। একইসঙ্গে তিনিও দোকান থেকে সটকে পড়েন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি জানিয়েছেন মরা মুরগিগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলতে। অফিস খুললে ব্যবসায়ী আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে আমরা মরা মুরগিগুলো পুড়িয়ে ফেলেছি।’
এ বিষয়ে কসাইখানা পরিদর্শক রিয়াজুল হোসেন খান জানান, আলমগীর শহরে প্রায়ই মাইকিং করে বাজার মূল্যের চেয়ে ৩০ থেকে ৪০ টাকা কমে মুরগি বিক্রি করে থাকেন, যা সচল ও সুস্থ মুরগির ক্ষেত্রে অসম্ভব। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এসব মরা মুরগি স্থানীয় রেস্টুরেন্ট, কাবাব দোকান ও বিরিয়ানি হাউসে সরবরাহ করা হয়।
মুরগি ব্যবসায়ী আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দোকানে উপস্থিত ছিলেন না। তার কর্মচারীও কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের কার্যকলাপ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। পৌর কর্তৃপক্ষ দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের মাধ্যমে বিষয়টি কঠোরভাবে দমন করবে বলে আশা করা হচ্ছে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন