চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাহসিন আনোয়ার (১৭) নামের পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন ২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট এলাকায় এ ঘটে ঘটনা।
জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম তাহসিন আনোয়ার (১৭)। তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবির এবং মা জীবন বিমা করপোরেশনের জেনারেল ম্যানেজার লুৎফর নাহারের একমাত্র সন্তান ছিলেন। তাহসিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে তাহসিনের লাশ উদ্ধার করেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইদুল ইসলাম মুঠোফোনে রূপালী বাংলাদেশকে বলেন, ছোট দারোগাহাট সহস্রধারা ঝরনায় এক পর্যটক লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে পানির নিচ থেকে তাহসিনের লাশ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান ঝরনা থেকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

 
                             
                                    

-20250615083854.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন