শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা ইউনিয়নের বাঁশতলা এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজনু মিয়া (৫২) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া শেরপুর সদর উপজেলার সাপমারী এলাকার বজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মজনু মিয়া সন্তানদের স্কুলে দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাড়ি ফিরছিলেন। পথে তুবা একাডেমির সামনে পৌঁছালে সাম্মী ডিলাক্স নামের একটি দ্রুতগতির বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রায় ৫০০ মিটার দূরে হাওড়া বাঁশতলা পর্যন্ত নিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পররই বিক্ষুব্ধ জনতা বাসটি আটকিয়ে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম বলেন, ‘বাসটি সাবেক সেনা সদস্যকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।’
তিনি বলেন, ‘এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে।’

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন