জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নরসিংদী জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি নরসিংদী জেলখানা মোড় থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ‘এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে লক্ষ্য করে বর্বরোচিত বোমা হামলা চালানো হয়েছে, যা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার ওপর নগ্ন হামলা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
বিক্ষোভ মিছিল চলাকালে নেতা-কর্মীরা ‘এনসিপি জিন্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘হামলা করে সংস্কার বন্ধ করা যাবে না’—এ ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, নরসিংদী জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, যুগ্ম সমন্বয়কারী আবির মৃধা, পলাশ উপজেলার সমন্বয়ক সাইদুল ইসলাম রাকিব, জুয়েল ভূইয়া, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক বিল্লাল হোসেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধি, জাতীয় নাগরিক কমিটির সদস্য গোলাম রাশেদ তমাল, ফাহিম ভূইয়া রাজ অভি প্রমুখ।
নেতারা বলেন, ‘এনসিপি দেশ ও জনগণের অধিকার আদায়ে যে সংস্কারের কথা বলে, তা কোনো হামলা বা হুমকির মুখে থেমে যাবে না। জনগণের পাশে থেকেই আমরা গণতন্ত্রের পথে অগ্রসর হব।’

 
                            -20250624212952.jpg) 
                                    
-20250624203446.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন