এইচএসসি পরীক্ষার দিন সকালে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছিল ‘অবিশ্বাস্য চমক’। পরীক্ষাকেন্দ্র দূরে হওয়ায় যখন অনেক শিক্ষার্থী যাতায়াতের দুশ্চিন্তায় ছিলেন, তখন কলেজ চত্বরে দেখা গেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একাধিক বাস। যা মুহূর্তেই তাদের মুখে এনে দেয় স্বস্তির হাসি।
এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কলেজটির সাবেক ভিপি গোলাম ফারুক খোকন।
বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য। শহীদ জিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যানারে নিজস্ব অর্থায়নে তিনি এ উদ্যোগ নিয়েছেন।
চলতি বছর পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারিত হয়েছে প্রায় ১৫ কিলোমিটার দূরে, একটি ভিন্ন কলেজে। ফলে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা।
ঠিক সেই সময়েই হাল ধরেন খোকন। ছাত্রছাত্রীদের যেন কোনোভাবেই পরীক্ষায় অংশ নিতে বাধা না আসে, সেই চিন্তা থেকেই পুরো পরীক্ষাকালজুড়ে ফ্রি পরিবহন ব্যবস্থা চালু করেন তিনি।
পরীক্ষার দিন সকালে কলেজে এসে শিক্ষার্থীরা যখন এসব গাড়ি দেখে, তখন অনেকেই চোখকে বিশ্বাস করতে পারেননি। কেউ কেউ বলেন, এমন দায়িত্বশীলতা ও ভালোবাসা রাজনীতির জগতে আজকাল বিরল।
এক অভিভাবকের ভাষায়, ‘আমার ছেলের কেন্দ্র এত দূরে, ভাবছিলাম বাইকে করেই নিয়ে যাব। সকালে যখন দেখি এই সুন্দর ব্যবস্থা, তখন চোখে পানি চলে আসে। সত্যিই আজকের দিনে একজন রাজনীতিকের কাছ থেকে এমন মানবিক আচরণ ভাবাই যায় না।’
শুধু অভিভাবকই নয়, শিক্ষকরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এমন মহৎ কাজ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
গোলাম ফারুক খোকন বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। পরীক্ষার দিনে যেন একজন শিক্ষার্থীও শুধু যাতায়াতের কারণে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সেটাই আমার মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আগেও দেখেছি অনেকে দেরি করে কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই শহীদ জিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি এবং পুরো পরীক্ষাকাল জুড়েই তা চলবে।’

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন