আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী’ শাসনের বিরুদ্ধে এককভাবে লড়াইয়ের দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেছেন, ‘অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে আমি একাই লড়েছি। রাজপথে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি।’
শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মিসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি কখনো নিজস্ব স্বার্থে রাজনীতি করিনি। বরং দেশের ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সর্বদা যুক্ত থেকেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। দলীয় মনোনয়ন পেলে সরাইল-আশুগঞ্জ আসনকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলব।’
তিনি আরও বলেন, ‘এই দেশ ও জাতির প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। যে প্রতিকূল সময়ে কথা বললে অনেকেই মুখ লুকিয়েছেন, আমি সেদিন সংসদে, আদালতে ও রাজপথে আওয়াজ তুলেছি।’
দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় প্রমুখ।
সভায় আশুগঞ্জ ও সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী তরুণ দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। বক্তারা ব্যারিস্টার রুমিন ফারহানার নেতৃত্বে আগামী আন্দোলন ও নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন