চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুজন নিহত এবং ছয়জন যাত্রী আহত হয়েছেন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাত আড়াইটা পর্যন্ত উদ্ধারকাজ চলে জানিয়ে সেলিম উদ্দিন আরও বলেন, বাসটি পুরোপুরি তল্লাশি করে নিশ্চিত হওয়া গেছে, আর কোনও যাত্রী ভেতরে আটকে নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার কারণ হিসেবে বাসের অতিরিক্ত গতি বা চালকের ঘুম আসা – এমন কোনো কারণ থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন