গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন কোনাবাড়ী জোনে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
রোববার (৬ জুলাই) বিকেলে আমবাগ পূর্বপাড়া আতাউর মার্কেট থেকে আমবাগ নছের মার্কেট পর্যন্ত রাস্তায় আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টেন্ডার হওয়া প্রকল্প নিয়ে কেউ যদি বাজেট নেই বলে, তাহলে তাকে ধরে নিয়ে আসবেন।’
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কোনো ধরনের অজুহাত বরদাশত করা হবে না। প্রকল্প টেন্ডার হয়ে থাকলে অর্থ বরাদ্দ নিশ্চিতভাবেই রয়েছে এবং কাজ দ্রুতই সম্পন্ন করতে হবে।
উদ্বোধনী কার্যক্রমে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় শরফ উদ্দিন আহমেদ চৌধুরী স্থানীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :