স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে অবস্থান, পরে ছাত্রদলের কর্মীদের হাতে ধরা। এ ঘটনায় ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
ঘটনাটি ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়। যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরাতন রেস্ট হাউসের ‘কপোতাক্ষ’ নামক কক্ষে ওঠেন ওসি সাইফুল ইসলাম।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি একজন নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন। পরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনির নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতা রেস্ট হাউসে গিয়ে ওই কক্ষে প্রবেশের চেষ্টা করেন। চলে দরজা ধাক্কাধাক্কি।
একপর্যায়ে ওসি সাইফুল ইসলাম বাইরে বেরিয়ে আসতে চাইলে তাকে টেনেহিঁচড়ে আবার কক্ষে নিয়ে যান ছাত্রদল নেতারা। সেখানে বাগবিতণ্ডা, ধস্তাধস্তি ও কিছু ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরে পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
পরিস্থিতি বিবেচনায় জেলা পুলিশ কর্তৃপক্ষ ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করার সিদ্ধান্ত নেন।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সেইসাথে ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন