নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় যুবদল কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (৭ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র, রামদা ও ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: আকরাম (পিতা: জলিল মিস্ত্রী), আইয়ুব আলী (পিতা: সেকেন্দার আলী), ইসহাক (পিতা: আ. মালেক), রুবেল (পিতা: মো. কামাল), ইউনুছ আলী (পিতা: ছোকন্দার আলী), কামাল (পিতা: মৃত শুকুর ঢালী), রাজু খন্দকার (পিতা: জাহাঙ্গীর খন্দকার) তাদের সকলের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত চারজন স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এলাকায় তারা ভয়ভীতি সৃষ্টি, চাঁদাবাজি, ও বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ভোর ৪টা থেকে ৫টার মধ্যে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রামদা ও ছোরা উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং খারাপ প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া তারা পূর্বেও কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কি না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। তারা কোনো রাজনৈতিক দলের পরিচয়ে অপরাধ করতে পারবে না। অপরাধী হিসেবে তাদের আইন অনুযায়ী বিচার করা হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন