ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুরে পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালি গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে ইকবাল হোসাইন (৫০)—তিনি বামনখালী বটতলা বাজারের ইকবাল স্টোরের স্বত্ত্বাধিকারী, অপরজন দিঘীরপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন যাত্রীসহ অটোরিকশাটি বটতলা বাজার থেকে হোসেনপুর বাজার যাওয়ার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ চৌকা বাজার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাছবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার যাত্রী ইকবাল ঘটনাস্থলেই মারা যান এবং অটোরিকশার চালক ওয়াসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হোসেন জানান, ওয়াসিম নামে একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং নাজমুল ও আবুসাইদ নামে আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
                             
                                    -20250707134205.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন