শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


​​​​​​​রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৮:৫৪ পিএম

রূপসায় ভ্যানচালক হত্যার এক মাস পর দুই যুবক গ্রেপ্তার

​​​​​​​রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৮:৫৪ পিএম

গ্রেপ্তার বিল্লাল ও রিয়াজ। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার বিল্লাল ও রিয়াজ। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার রূপসা উপজেলায় ভ্যানচালক রবিউল হত্যা মামলার এক মাস পর দুই যুবককে গ্রেপ্তার করেছে রূপসা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন আদালতে হত্যার দায় স্বীকার করেছে।

সোমবার (৭ জুলাই) ভোরে রূপসার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তারা হলো বিল্লাল ও রিয়াজ। পুলিশ জানায়, তারা দুই বন্ধু। বিল্লাল পেশায় ভ্যানচালক আর রিয়াজ বড়বাজারে লেবারের কাজ করত।

পুলিশ জানিয়েছে, গত ৪ জুন রাত ৮টা ৩০ মিনিটের দিকে বেলফুলিয়া স্কুল মোড় থেকে রবিউলকে ৫০০ টাকা ভাড়ায় ভ্যানসহ নিয়ে যায় আসামিরা। পরে নন্দনপুর এলাকায় ঘোরাঘুরি করে কলাবাগানে নিয়ে গিয়ে পেছন দিক থেকে গলায় রশি প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর মাথায় ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

গত ৪ জুন সকালবেলা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় রবিউল। ৫ জুন নিখোঁজ হওয়ার পর তার ভগ্নিপতি আল আমিন রূপসা থানায় অভিযোগ করেন। পরে ৮ জুন দুপুরে উপজেলার শ্রীফলতলা গ্রামের একটি কলাবাগান থেকে রবিউলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।

রবিউলের পরিবার জানায়, সে সহজ-সরল স্বভাবের, অবিবাহিত ছিল এবং মা ও বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হুদা বলেন, ‘ঘটনার পর প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চালিয়ে দুই আসামিকে শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত রশি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’

অভিযানে জেলা গোয়েন্দা শাখার ওসি মুক্তরায় চৌধুরী, থানার এসআই নাজমুল হুদা ও আইচগাতি ক্যাম্প ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম অংশ নেন।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকার করেছে যে, ঈদের আগে টাকা ও ভ্যান নেওয়ার জন্যই এই হত্যাকাণ্ড করে।’

Shera Lather
Link copied!