কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য কামাল উদ্দিনের (৪৫) জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাতে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি কামাল উদ্দিন। রাতভর খোঁজাখুঁজির পর পরদিন সকালে স্থানীয়রা খালে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল, ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
স্থানীয় জনপ্রতিনিধিকে এভাবে হত্যা করায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নিহত ইউপি সদস্যের স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ করেন এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা না কি রাজনৈতিক বিরোধ, তা খতিয়ে দেখছে পুলিশ।
আপনার মতামত লিখুন :