ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

রেজাল্ট দেখা হলো না কাজী নাহিয়ানের

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৩:৪৩ পিএম
কাজী নাহিয়ান। ছবি- রূপালী বাংলাদেশ

ভাগ্য কখনও কখনও নির্মম পরিহাসের জন্ম দেয় আর তার এক জলন্ত উদাহরণ কাজী নাহিয়ানের জীবন। ১৬ বছর বয়সী নাহিয়ান এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৭৮ (এ) অর্জন করেও নিজের কাঙ্ক্ষিত ফলাফল দেখার সুযোগ পাননি। ফলাফল ঘোষণার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফলাফল প্রকাশের পর মৃত নাহিয়ানের পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

জানা গেছে, নাহিয়ান বরিশাল বিমানবন্দর থানার পাংশা গ্রামের বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী কাজী আবদুল্লাহ আল-মাসুদের বড় ছেলে। সে তার নানা টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বাড়িতে থেকে লেখাপড়া করত।

ঘটনার দিন ২৫ মে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়ির জামে মসজিদে অবস্থান করছিল তাদের তাবলিগ জামাতের ২২ সদস্যের একটি দল। বেলা সাড়ে ১১টার দিকে সবাই মিলে মসজিদ সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যান।

সাথীরা গোসল শেষে মসজিদে ফিরে গেলেও নাহিয়ান পুকুরের ঘাটলায় দাঁড়িয়ে জামা-কাপড় ধুচ্ছিল। একপর্যায়ে পা পিছলে সে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাহিয়ানের মামা কাজী রনি জানান, বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় নাহিয়ান। পরীক্ষা শেষ করে সে গত ২২ মে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়।

পরিবার জানায়, অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের নাহিয়ান পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চাতেও ছিল আগ্রহী। তার অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।