বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকায় এক যুবকের ছুরিকাঘাতে দুই নারী নিহত এবং এক কিশোরী গুরুতর আহত হয়েছেন। পারিবারিক বিরোধ কিংবা সম্পর্কজনিত দ্বন্দ্ব থেকেই এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাইলি বেওয়া/খাতুন (৭০) – বাড়ির মালিক, হাবিবা বেগম (২২) লাইলির ছেলের স্ত্রী।
আহত হয়েছেন- বন্যা আক্তার – লাইলির মেয়ে, বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গাজীউল হক জানান, এক যুবক হঠাৎ বাড়িতে ঢুকে প্রথমে বন্যাকে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে হাবিবাকে, এবং পরে ঘরের ভেতর থাকা লাইলিকে ছুরিকাঘাত করা হয়। লাইলি ও হাবিবা ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বন্যার সঙ্গে হামলাকারীর পূর্বে সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েন থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে লাইলিকে গলাকেটে হত্যা করে, এরপর হাবিবাকেও একইভাবে হত্যা করে। এ সময় পাশে থাকা বন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, যার ফলে সে গুরুতর আহত হয়।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ‘পূর্ববিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তফা মঞ্জুর জানান, ‘ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :