চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামালসহ একটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৯ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে এসব মালামোল জব্দ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘ভোর চারটার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি বিশেষ আভিযানিক দল তাবাকু খাল এলাকায় অভিযানে গেলে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে তাতে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত তীরে পালিয়ে যায়।’
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ ১৬ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যগুলোর মধ্যে ছিল- ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব্রিকেন্ট ওয়েল (লুব ওয়েল), ১৮৭ কেজি গ্রিজ, ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হস্তান্তরের কার্যক্রম চলছে। সেই সঙ্গে অন্যান্য আলামত সংরক্ষণ করে আইনানুগ ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় এবং উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :