পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তাকে শহরের মধ্যঅরনখোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমবাগান পুলিশ ফাঁড়ির আইসি মো. আফজাল হোসেন।
গ্রেপ্তার মিনহাজ ফকির উপজেলার মহাদেবপুর গ্রামের মৃত মানিক উদ্দিন ফকিরের ছেলে ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর ছোট ভগ্নিপতি।
আমবাগান পুলিশ ফাঁড়ির আইসি মো. আফজাল হোসেন বলেন, ‘মিনহাজ ফকির ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও মারধর করার মামলার তদন্তে প্রাপ্ত আসামি।’
আপনার মতামত লিখুন :