মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের পদ্মা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খান সন্স টেক্সটাইল লিমিটেডের একটি কাভার্ডভ্যান ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই পেছন থেকে আসা পূর্বাসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি কাভার্ডভ্যান ও বাসের মধ্যে চেপে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
মাইক্রোবাসের যাত্রী মাসুদ ও ফিরোজা ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় উদ্ধার করা হয় মাইক্রোবাসে থাকা আরও দুজনকে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।’
আপনার মতামত লিখুন :