বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে অস্ত্রধারী দস্যুদের হাতে অপহরণের শিকার হয়েছেন ১১ জেলে। তাদের মধ্যে ১০ জন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন ও পাটওয়ারীর হাট এলাকার বাসিন্দা এবং অপরজন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।
অপহৃতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতির টাংকির ঘাট থেকে মো. সলেমানের মালিকানাধীন একটি ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ওই ট্রলারে মালিক সলেমান নিজেও ছিলেন।
বিকেলে (২৪ জুলাই) ট্রলার মালিকের ভাই মো. হানিফ মাঝি জানান, মাছ ধরার একপর্যায়ে দস্যুরা ট্রলারসহ সবাইকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মোবাইল ফোনে রামগতির টাংকি ঘাটের এক আড়ৎদারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা।
তিনি আরও জানান, নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দ্বীপের পশ্চিমে খুডার চর এলাকায় ঘটনাটি ঘটে। তবে অপহৃতদের অবস্থান এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।
এদিকে, হাতিয়ার নলছিরা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, আমরা ঘটনাটি মৌখিকভাবে জেনেছি এবং আমাদের হেড অফিসে বিষয়টি জানানো হয়েছে। জেলেদের উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর চলছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন