নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজ চত্বরে অবস্থিত পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহিন (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহিন রাজধানী ঢাকার মুগদা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইদ্রিস আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শাহিন তার তিন বন্ধু-নোবেল, সিফাত ও কাজীকে নিয়ে সাইকেল চালিয়ে ঘুরতে আসে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে। এলাকাটি ঐতিহাসিক হওয়ায় অনেকেই এখানে ঘুরতে আসে। ঘোরাঘুরির একপর্যায়ে বন্ধুরা সিদ্ধান্ত নেয় পুকুরে গোসল করবে। চার বন্ধু একসঙ্গে পানিতে নামে। সাঁতার কাটতে কাটতে তারা পুকুরের গভীর অংশে চলে গেলে হঠাৎ করে শাহিন পানির নিচে তলিয়ে যায়।
বাকিরা আতঙ্কিত হয়ে উঠে এসে লোকজনকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রূপগঞ্জ থানাকে জানায়। পরে খবর পেয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারে কাজ শুরু করে।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শাহিনের মরদেহ পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতের মরদেহ পুকুর ঘাটে তোলার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বন্ধু ও স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত শাহিন সাঁতার জানতো না বা অতিরিক্ত গভীরে গিয়ে গতি হারিয়ে ফেলে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ব্রিগেডিয়ার সিদ্দিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুই ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :