সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে রুম্মান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এনামুল (২৫) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
রুম্মান সিলেট শহরের বিমানবন্দর থানার লুছাই গ্রামের বাসিন্দা মো. মছর মিয়ার ছেলে। আর আহত এনামুল মহালদিগ গ্রামের বাসিন্দা মৃত আইয়ুম আলীর ছেলে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা বোর্ডিং ব্রিজের একটি চাকা খুলছিলেন। কাজের শেষ পর্যায়ে হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে দুজন কর্মী গুরুতর আহত হন।
দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে রুম্মানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরের প্রয়োজন হয়।
ওসমানী মেডিকেলের আইসিইউ খালি না থাকায় দ্রুত তাকে রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বিকেলে তিনি মারা যান।
বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ দুর্ঘটনায় কোনো উড়োজাহাজ বা স্থাপনার ক্ষতি হয়নি। তবে দুজন আহত হন, যাদের মধ্যে একজন মারা গেছেন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, হতাহত দুজনই বিমানবন্দরের রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত আউটসোর্সিং কর্মী ছিলেন।

 
                             
                                    -20250731174838.webp)


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন