ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের হাড়িয়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল-হরিপুর আঞ্চলিক সড়কের হাড়িয়া মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপন রায় উপজেলার বলিদ্বারা এলাকার তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। আর আহতরা হলেন, উপজেলার বাঁশবাড়ি গ্রামের জুলস অনন্ত রায়ের ছেলে ফুল চন্দ্র রায় (২৮) ও হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে আসা দুটি বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপন রায়কে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

 
                            -20250725175311.jpg) 
                                    
-20250725172206.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন