নীল আকাশ চিরে হেলিকপ্টারে করে বিয়ের পিঁড়িতে বসলেন সৌদি প্রবাসী শাকিব হোসেন (২৩)। ঘটনাটি শুক্রবার (২৫ জুলাই) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে ঘটেছে। ব্যতিক্রমী এই বিয়ে দেখতে এলাকাবাসীর ভিড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।
শুধু বাবার শখ পূরণ আর প্রিয়তমাকে চমকে দিতেই হেলিকপ্টারে বিয়ে করতে এলেন শাকিব। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের বাসিন্দা শাকিব হোসেন দীর্ঘদিন ধরে পিতা বিল্লাল খানের সঙ্গে সৌদি আরবে ব্যবসা পরিচালনা করছেন। শাকিব তিন ভাইবোনের মধ্যে বড় এবং বর্তমানে পারিবারিক ব্যবসার অন্যতম অংশীদার।
আজ দুপুরে নিজ গ্রাম থেকে আকাশপথে রওনা দিয়ে মাত্র ৬ মিনিটেই পৌঁছে যান জীবননগর হাই স্কুল মাঠে। হেলিকপ্টারটি নামতেই সেখানে ভিড় জমে যায় উৎসুক জনতার। শিশু, কিশোর, নারী-পুরুষের হাতে মোবাইল ফোন—কেউ ভিডিও করছেন, কেউ তুলছেন সেলফি।
এরপর প্রাইভেট গাড়িতে করে বর যাত্রা করে পৌঁছে যান কনের বাড়িতে। ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় বরকে।
বর শাকিব হোসেন বলেন, ‘বাবার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করি। আল্লাহর রহমতে আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।’
কনে আসমা খাতুন (১৯) জীবননগরের কয়া গ্রামের ইব্রাহিম খলিলের কন্যা। তিনি মাওলানা বিষয়ে মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন।
কনের বাবা ইব্রাহিম খলিল বলেন, ‘মেয়ের বিয়ের কথা পাঁচ মাস আগে ঠিক হয়েছিল। আজ আমার বেয়াইয়ের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এতে আমরা গর্বিত ও আনন্দিত।’
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে শাকিব আবার হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে ফিরে যান। এখনো গোটা গ্রামজুড়ে আলোচনা—এই বিয়ে যেন বাস্তব জীবনের এক রূপকথা!
আপনার মতামত লিখুন :