রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৯:০১ এএম

বন্ধের ১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৯:০১ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল। ছবি- সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল। ছবি- সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোত এবং ঢেউ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে এই গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে শুক্রবার (২৫ জুলাই)  বিকেল সাড়ে  ৩টা থেকে তীব্র স্রোত ও বাতাসের কারণে পদ্মা এবং যমুনা নদীর লঞ্চ চলাচল বন্ধ করে দেয় নৌপরিবহন কর্তৃপক্ষ।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, ‘নদীতে প্রবল ঢেউ ও স্রোতের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যাত্রী ও লঞ্চের নিরাপত্তার জন্য এই বন্ধাদেশ দেওয়া হয়েছিল। তবে আজ শনিবার সকালে আবহাওয়ার উন্নতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।’

এই নৌপথটি ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলাগুলোর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে দুর্ভোগ দেখা দেয় এবং বহু যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হয়।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ রুট বন্ধ থাকলে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যাত্রীদের অপেক্ষা ও টিকিট সংকটে পড়তে হয়। আজ লঞ্চ চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।’

নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, ‘আবহাওয়ার অবনতি এবং নদীর তীব্র স্রোতের কারণে যাত্রী ও লঞ্চের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুনরায় লঞ্চ চলাচল বন্ধ করা হতে পারে। যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে।’

Shera Lather
Link copied!