গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নাসির উদ্দিন মৃধা জর্জ (৪৫) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাই মৃধার ছেলে এবং বর্তমানে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক সংবাদমাধ্যকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি কালীগঞ্জের একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আজ শনিবার (২৬ জুলাই) আদালতে হাজির করা হবে।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গাজীপুরে সম্প্রতি উত্তেজনা দেখা দেয়। আন্দোলন চলাকালে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে, যার মধ্যে একটি হত্যাকাণ্ডের মামলায় নাসির উদ্দিন মৃধা জর্জের নাম উঠে আসে।
আপনার মতামত লিখুন :