বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো পথ নেই। জনগণ যাদের ভোট দেয় আমরা তা মেনে নেব। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশের দুর্ভোগ কেবল বাড়তেই থাকবে।
রোববার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তজুমদ্দিন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না। নিজেদের কর্মীদের আগলে রাখুন। যারা বাংলাদেশ দেখেননি, গ্রামবাংলার বাস্তবতা জানেন না তারাই এখন একের পর এক সংস্কার প্রস্তাব দিচ্ছেন।
তিনি বলেন, ‘ছাত্ররা নতুন একটি দল গঠন করেছে—এনসিপি। তারা আমাদের ছেলে-নাতিদের বয়সি। এ দলকে আমরা চাই, কারণ তারা রাজনীতিতে এসেছে, শিখবে এবং নিজেদের দলকে শক্তিশালী করবে—এটাই প্রত্যাশা। তাদের প্রতি আমাদের শুভকামনা রইল।’
তিনি আরও বলেন, যারা গত ১৬-১৭ বছর ধরে নিরলস পরিশ্রম করেছেন, দল তাদের অবশ্যই মূল্যায়ন করবে। তজুমদ্দিন উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষ অনেক কষ্টে আছেন। যদি তাদের ওপর কেউ অন্যায়-জুলুম করে থাকে, তাহলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ক ম কুদ্দুসুর রহমান। প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, সদস্য, বিএনপি নির্বাহী কমিটি ও সমন্বয়ক, ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য, বিএনপি নির্বাহী কমিটি ও আহ্বায়ক, ভোলা জেলা বিএনপি। আলহাজ্ব রাইসুল আলম, সদস্য সচিব, ভোলা জেলা বিএনপি, শফিকুর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক, ভোলা জেলা বিএনপি, আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান, শম্ভুপুর ইউনিয়ন পরিষদ। এ ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি এবং ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। ঝড়-বৃষ্টিতে ভিজেও তারা স্লোগানে মুখর করে তোলেন উপজেলা সদর এলাকা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন