সাতক্ষীরার কালিগঞ্জের ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) উপজেলার শহীদ জায়েদানগরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলম। শহীদ জায়েদার স্বামী আব্দুল হামিদ অনুষ্ঠানের সভাপতি ছিলেন।
সভায় বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক স্বপন সানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ জায়েদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ১৯৯৮ সালের ২৭ জুলাই দেবহাটার বাবুরাবাদে সরকারি খাস জমি ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবিতে আন্দোলনরত ভূমিহীন নেত্রী জায়েদার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে প্রশাসন ও ভূমিদস্যুরা, যা তিনি শহীদ হন। এই ঘটনায় সাতক্ষীরা ব্যাপক উত্তাল হয়।
স্মরণ সভায় ভূমিহীন আন্দোলনের পুরোধা প্রয়াত সাইফুল্লাহ লস্কর, এড. আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, এড. ফিরোজ হোসেন, এড. আজিজুর রহমানসহ অন্যদের ত্যাগের কথাও স্মরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ ফারুক হোসেন।

 
                            -20250727202725.webp) 
                                    -20250727201204.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন